পথযাত্রী মহিলাকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা ও স্বর্ণলংকার লুট : থানায় মামলা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
মোহনগঞ্জ সংবাদদাতাঃ
নেত্রকোণার মোহনগঞ্জে এক তরুণীকে রাতের বেলায় রাস্তা থেকে তুলে নির্জন স্থানে নিয়ে টাকা ও স্বর্ণলংকার লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মৌসুমী আক্তার (২২) নামে ওই ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দিয়েছেন।মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাঘান গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় দৃর্বত্তরা।
মৌসুমী মাঘান গ্রামের মৃত এরশাদ মিয়ার মেয়ে। মৌসুমী স্বামী পরিত্যক্তা। তার ১৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কয়েক মাস ধরে বাচ্চাকে বাবার বাড়িতে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ভুক্তভোগী মৌসুমী জানায়, শুক্রবার রাত আটটার দিকে ঢাকা থেকে মাঘান বাজারে আসি। বাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হই। পথে রাস্তাগতি রোধ করে চার যুবক। তারা আমাকে গলায় ছুরি ধরে টেনে হিঁচরে একটি খালের পাশে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে আমার দুই হাত পেছনে বেঁধে ফেলে। পরে তারা আমার কানে থাকা ছয়আনা ওজনের দুল ও ব্যাগে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের হাত থেকে কোনভাবে ছুটে খাল পার হয়ে একটি বাড়িতে গিয়ে উঠি।
মৌসুমী আরও জানায়, ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমার পরিবারের লোকজন ছুটে যায়। ভেজা কাপড় নিয়ে ওই রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দেই। গ্রামের বাবু ও আমিরুল নামে দুই যুবককে শনাক্ত করতে পেরেছেন বলে জানান মৌসুমী। এ বিষয়ে অভিযাগে সব লিখা আছে বলে জানান তিনি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।