পথ পাঠাগারের সেলুন শাখা উদ্বোধন করলেন ইউএনও
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের ২১তম সেলুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের লোকনাথ হেয়ার কাটিং সেলুনে এ শাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সহ সভাপতি মো. মোহন মিয়া, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কবি লোকান্ত শাওন, সজীম শাইন, জীবন চক্রবর্তী, বিদ্যুৎ সরকার, নির্মল রবিদাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথ পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করে উপস্থিত অতিথিরা বলেন, নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে সেলুনভিত্তিক পাঠাগার ভূমিকা রাখবে। আজকাল অনেক ছেলে-মেয়ে বই পড়া থেকে দূরে সরে গিয়ে মোবাইল গেম আর ফেসবুকে ঝুঁকে পড়ছে। এ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলবে। মানুষের উৎকর্ষতা বাড়াতে এবং মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে বই পড়ার বিকল্প নেই।
পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন,স্যাটেলাইট ও মোবাইলের প্রভাবে মানুষ বই থেকে দূরে সরে যাচ্ছে।নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ। অনেক সময় তাদের ঘণ্টাখানিক অপেক্ষা করতে হয়। এই সময়টুকু যেন বই পড়ে জ্ঞানার্জনের কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যে এ শাখা স্থাপন করেছি।