পর্যটকদের যাতায়াত সুবিধা করেছে সোমেশ্বরীর কাঠের সেতু
রাজেশ গৌড়:
নেত্রকোনার দুর্গাপুর, এক টুকরো সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা এই উপজেলা তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে।
তবে ঈদের ছুটিতে এর সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে যায়। এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে দুর্গাপুরে পর্যটকদের উপচে পড়া ভিড়।
সোমেশ্বর নদীর উপর নির্মিত ৭৫০ ফুটের অস্থায়ী কাঠের সেতু পর্যটকদের যাতায়াত সহজ করেছে । সারিবদ্ধ সাদা মাটির পাহাড়, রানীখং টিলায় নান্দনিক ক্যাথলিক মিশন কিংবা হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ অথবা ঝরনার মতো বয়ে চলা সোমেশ্বরীর স্বচ্ছ জলধারা দেখতে কোনো বেগ পেতে হয়নি। আগে এ পথ পারাপারের একমাত্র উপায় ছিল নৌকা।
সেতুটির নির্মাণকাজে অর্থায়ন করেছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সে সাথে জনসাধারণ পারাপারে টোল ফ্রি করে দিয়েছেন। শুধু মালবাহী গাড়ি, পিকআপ, সিএনজি-ইজিবাইক ও মোটরসাইকেল টোল আদায়যোগ্য।
এছাড়াও ঈদের দিন থেকেই ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পর্যটকরা যাতে কোনো রকম ভোগান্তির শিকার না হয় সেজন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। জনকল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। আশা করি এ ব্রীজটি মানুষের কষ্ট সাময়িকের জন্য হলেও দূর করবে। যদি সুযোগ আসে তাহলে এই সোমেশ্বরী নদীতে সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন সেতু তৈরি করা হবে।