পলিথিন মুক্ত জীবন চাই দাবিতে নেত্রকোনায় প্রতিবাদি মানব বন্ধন
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবসে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান “বারসিক” এর সহযোগিতায়, সবুজ সংহতি, অক্সিজেন যুব সংগঠন, ফুল পাখি সংগঠনসহ সমমনা সংগঠনের আয়োজনে ৩ জুলাই নেত্রকোনা প্রেস ক্লাব এর সামনে এ প্রতিবাদি মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ এর সভাপতিত্বে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের বেসরকারি প্রতিষ্ঠান বারসিকের সমন্বয়কারী অহিদুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনের আয়োজনে যুব সংগঠনের পাশাপাশি সমমনা সংগঠন এর নেতৃবৃন্দ, সাংবাদিক লেখক, পরিবেশ
কর্মী, শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আলোচনার টেবিলে আমরা সবাই সচেতন। কিন্তু ব্যবহারের দিক দিয়ে সবাই ব্যবহার করছি। আইন করে ২০০২ সালে প্লাস্টিক জাতীয় পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পলিথিন সামগ্রী উৎপাদন, আমদানি বা বাজারজাত করে তাহলে ১০ বছরের কারাদ- বা ১০ লাখ টাকা জরিমানা এমনকি উভয় দণ্ড হতে পারে। আইন ফাইল বন্দি থাইলেই হবেনা। প্লাস্টিকের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে। বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের মধ্যে সচেতনতাও জরুরি। পাটের ব্যাগ হতে পারে এর বিকল্প। তা না হলে এই পৃথিবীতে শুধু প্লাস্টিক থাকবে, মানুষ থাকবেনা।