পল্লীবিদ্যুতের লোডশেডিং ও গ্রাহক হায়রানির প্রতিবাদে মোহনগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

সাইফুল আরিফ জুয়েল:
নেত্রকোণার মোহনগঞ্জে পল্লীবিদ্যুতের ব্যাপক লোডশেডিং ও গ্রাহক হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের সরকারি পাইলট স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বিদ্যালয়ের ২০১৯ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, এই গরমে অসহনীয় লোডশেডিংয়ে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারাদিনে ২ থেকে আড়াই ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। রাতেও একই অবস্থা। শান্তিতে একটু ঘুমানোও যায় না। এদিকে পল্লীবিদ্যুৎ অফিসে সেবার জন্য গেলে নানা হয়রানির শিকার হতে হয়। দায়িত্বরত এজিএম সেবাগ্রহীতার সাথে খারাপ আচরণ করেন। এছাড়া লাইনম্যানদের হয়রানি, মনগড়া বিল তৈরি করে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।এসময় মোহনগঞ্জ পল্লীবিদ্যুতের এজিএমকে দুর্নীতিবাজ উল্লেখ করে তাঁর পদত্যাগ করে শিক্ষার্থীরা।

মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি শেষ করে। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তারা আরও বড় কর্মসূচির হুশিয়ারি দেয় তারা।

তাদের ছয় দফা দাবিগুলো হলো- টানা ৩/৪ ঘন্টা বিদুৎ না থাকলে কারন উল্লেখ সহ মাইকিং করে জানানো, লোডশেডিং এর নামে চলমান তামাশা বন্ধ করা, সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়া লোডশেডিং না দেওয়া, লাইনম্যানদের হয়রানি বন্ধ করা, মনগড়া মিটার রিডিং বন্ধ করা এবং দুর্নীতিবাজ এজিএম এর পদত্যাগ।