পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ৫, ২০২৪

শরিফা ইসলাম বর্ষাঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার সকাল ১১টা থেকে নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ১২টি জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, দেশের প্রায় চার কোটি গ্রাহক এবং ৮০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী। বিআরইবি দ্বারা নিয়ন্ত্রিত এসব সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিনিয়ত নানা বৈষম্যের শিকার হচ্ছেন। প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। এসব বৈষম্যের বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

নেত্রকোনা (পবিস) এজিএম মনির হোসেন বলেন, সম্প্রতি আমাদের দাবির বিষয়ে স্মারকলিপি দেওয়ায় পবিসের ছয়জন সহকারী মহা ব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করাসহ আইনের দোহাই দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। এতে নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ হয়। বিদ্যমান বৈষম্যগুলো দূর করে বেতন কাঠামো ও সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বিআরইবি’র সঙ্গে সমানভাবে পরিপালন, সাপ্তাহিক ছুটি একদিনের পরিবর্তে দুইদিন এবং পদন্নোতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিআরইবির সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মাসুম আহমেদ বলেন, জেলায় ১২টি জোনাল অফিসে ৭৫০ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। তাদের কর্মবিরতির বিষয়টি আমার জানা নেই।