পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় সজীব (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সজিব চরকুড়ুলিয়া গ্রামের শান্তিনগর মহল্লার গাফফার এর ছেলে।

এ দূর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চরকুড়ুলিয়া পশ্চিমপাড়া নিবাসি রহিমুদ্দিন প্রামানিক এর ছেলে হাফিজ গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চরগড়গড়ী আলহাজ্বমোড় থেকে আওতাপাড়াগামী সড়কে চারা বটতলা নামক স্থানে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চরকুড়ুলিয়া গ্রামের শান্তিনগর মহল্লার গাফফার এর ছেলে সজিব ঘটনাস্থলেই নিহত হয়।

আরও জানা যায়, এই চারা বটতলা নামক স্থানে রাস্তা বাঁক থাকায়-অপর পাশের গাড়ি দেখা যায়না। ফলে রাস্তাটি দুর্ঘটনা প্রবণ স্থান।