অনলাইন ডেস্ক :
পাবনা মেডিকেল কলেজের (পামেক) পি ফোরটিন (পি-১৪) ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সিজিপিএ চালুর সিদ্ধান্ত বাতিল এবং ক্যারি অন পদ্ধতি বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (৩রা জানুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনেভ বক্তব্য রাখেন পি-১৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার ইমন, ত্বোহা, আশিক, সৌমিক, সালমান, ফারহানা এশা প্রমুখ।
এসময় তারা বিভিন্ন দাবি ও যুক্তি উপস্থাপন করে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রথম পেশাগত পরীক্ষা থেকে ক্যারি অন পদ্ধতি বাদ দিয়ে সিজিপিএ পদ্ধতি চালু করা হচ্ছে। এই পদ্ধতি থাকলে শিক্ষার্থীরা প্রথম পেশাগত পরীক্ষায় খারাপ করলেও, পরবর্তীতে নির্দিষ্ট সময় পর ওই পরীক্ষা আবার দেয়ার সুযোগ ছিল। পাশাপাশি পরবর্তী ইয়ারের পড়াশোনাও চালিয়ে যেতে পারত।
এতে নির্ধারিত সময়ের মধ্যে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করতে পারতেন। মেডিকেল পড়াশোনা এমনিতে সময় সাপেক্ষে। অনেক শিক্ষার্থী মানসিক চাপ নিতে না পেরে আত্মহত্যার মত সিদ্ধান্ত নেয়৷ তাই এই সিদ্ধান্তটি হবে মেডিকেল শিক্ষার্থীদের জন্য ভয়ংকর। একারণে সিজিপিএ পদ্ধতি চালুর সিদ্ধান্ত বাতিল করে ক্যারি অন পদ্ধতি বহাল রাখার দাবি জানান শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]