একজন পুরুষের দায়েমী ফরজ ৩ (তিন)টি:-
১। ২৪ ঘণ্টা (সব সময়) ঈমানী হালতে থাকা।
২। সতর ঢাকিয়া রাখা।
৩। মা-বোনকে পর্দায় রাখা।
♦একজন মহিলার জন্য দায়েমী ফরজ ৫ (পাঁচ) টি:-
১। ২৪ ঘন্টা (সব সময়) ঈমানী হালতে থাকা।
২। সতর ঢাকিয়া রাখা।
৩। পর্দা করা।
৪। ছোট আওয়াযে কথা বলা।
৫। স্বামীর মালের হেফাযত করা।
♦পুরুষের দায়েমী সুন্নত ১০ (দশ) টি:-
১। শুদু গোসল এবং ঘুম ব্যাতীত ২৪ ঘন্টা মাথায় টুপি রাখা।
২। চুল সুন্নত তরিকায় কাঁটা, (চুল কাটার সুন্নত তরিকা হল তিনটি, ক) সমস্ত চুল ছেটে ফেলা খ) পিছনে বাবরি রাখা, গ) চারও পাশ থেকে সমান মাপে চুল কাটা।
৩। মোছ খাটো করা।
৪। মেসওয়াক করা।
৫। দাড়ি লম্বা রাখা।
৬। সুন্নতি পোষাক পড়া।
৭। প্রতি সপ্তাহে কম পক্ষে এক বার নক কাঁটা।
৮। গুপ্ত স্থানের লোম পরিস্কার করা (৪১ দিনের মধ্যে কম পক্ষে একবার কাঁটতেই হবে)
৯। পায়খানার রাস্তায় ঢিলা এবং
১০। প্রশ্রাবের রাস্তায় কুলুব ব্যবহার করা।
♦একজন মহিলার জন্য দায়েমী সুন্নত ৭ (সাত) টি:-
১। মাথার চুল আচরিয়ে সুন্দর ভাবে পরিপাটি রাখা।
২। মেসওয়াক করা।
৩। সুন্নতি পোষাক পরিধান করা।
৪। সপ্তাহে কম পক্ষে একবার নখ কাঁটা।
৫। গুপ্ত স্থানের লোম পরিস্কার করা। (৪১ দিনের মধ্যে কম পক্ষে একবার কাঁটতেই হবে)
৬। পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করা।
৭। মাসিক চলাকালীন সময় পট্টি ব্যবহার করা।আমরা সকলে এই সুন্নত গুলি আদায়ের চেস্টা করব (ইনশাআল্লাহ্), সবাই আমলে জীন্দেগী গড়ার চেষ্টা করি,অনেক ফায়দা (লাভ) হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]