পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ : ৪ পুলিশ আহত, আটক ১৩

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের একজন এসআইসহ চার পুলিশসদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় বিএনপির ১৩ কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড়ে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

সংর্ঘষে আহত পুলিশ সদস্যরা হলেন, পূর্বধলা থানার এসআই আলাল উদ্দিন, কনস্টেবল জাকারিয়া, রুহুল আমিন ও শহিদুল ইসলাম। আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের খাদ্য গুদাম রোডে আসলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীর পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চার পুলিশ আহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার (৩৬), আব্দুল্লাহ আল হেলালী (৩০), জাহাঙ্গীর আলম তালুকদার (৪০), মোঃ আব্দুল কাদির (৩৫), মোঃ আল-আমিন খান (৪৪), মোঃ রাহাতুল ইসলাম রানা ওরফে রাহাত (২৪), মঞ্জু মিয়া (৪০), মোঃ লাল মিয়া (২২), মোঃ সোহরাব হোসেন (৪০), বকুল দত্ত (২৫), সোহাগ (৩৬), মোঃ মতিউর রহমান (৪৪) ও মোঃ মোস্তফা কামাল(৩১) নামের ১৩ নেতাকর্মীকে আট করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আলম তালুকদারের বক্তব্য নিতে তার মুটোফোনে যোগাযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।