পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদে শাস্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ
বিশেষ প্রতিনিধিঃ
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ঢাকায় নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার আয়োজনে সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সংগঠনের সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ, সহ অন্যরা।
বক্তারা এই হত্যার সাথে জড়িতদের দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।