পূর্বধলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পরিচয় পাওয়া না গেলে লাশ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩
প্রতিকি ছবি
পূর্বধলা সংবাদদাতা :
নেত্রকোণার পূর্বধলায় অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ আগস্ট) বিকালে উপজেলার জারিয়া ইউনিয়নের দেওটুকোন বাজারের রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
তার পরিচয় এখনও জানা যায়নি। সে মানসিক ভারসাম্য ছিলেন এবং দেওটুকোন বাজারে অবস্থান করতেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর‌ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে লাশ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।