পূর্বধলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর গ্রামের নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইসবপুর গ্রামের লাক মিয়ার রাইস মিলের বারান্দায় মঙ্গলবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়দের ধারণা অজ্ঞাত ব্যক্তিটি মানসিক বিকারগ্রস্থ ছিল।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মযনাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআই’র মাধ্যমে আঙুলের ছাপ নেয়া হবে।