পূর্বধলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এর নির্দেশে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়।

পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করে। সমাবেশে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকারের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম আঙ্গুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন মাষ্টার, আব্দুল মতিন, আবুল কালাম তালুকদার,
মিজানুর রহমান মজিবুর, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন, কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, সারোয়ার হোসেন খোকন, নজরুল ইসলাম মন্ডল মনি, জাহিদ হাসান শাকিল, প্রমুখ।