পূর্বধলায় আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ আমিনুল ইসলাম মন্ডল:
নেত্রকোণার পূর্বধলায় আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ও এলএসটিডি প্রকল্পের অর্থায়নে উপজেলার জারিয়া ইউনিয়নের দেওটুকোন-মানুষউড়া এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রি, নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোঃ খালিদ হাসান তারেক, ব্রি ময়মনসিংহ স্যাটেলাইট ষ্টেশনের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা নিমফিয়া পারভীন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জনাব খালিদ হাসান সৌরভ।
প্রশিক্ষণে ব্রি উদ্ভাবিত নতুন জাত সমূহের বৈশিষ্ট্য, পরিচিতি, ফলন, রোপণ পদ্ধতি, আগাছা দমন, সুষম সার প্রয়োগ, আগাছা দমন কৌশল, রোগ ও পোকামাকড় চিহ্নিতকরণ, সেচ ব্যবস্থাপনা, সঠিক সময়ে ফসল কর্তন সহ ফসল উৎপাদন বৃদ্ধিকল্পে ব্রি উদ্ভাবিত প্রযুক্তি সমূহের সাথে পরিচিতিকরণ করা হয়।
ব্রি, নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের প্রধান খালিদ হাসান তারেক জানান, হাওড় বেষ্টিত অবহেলিত এবং বহু সমস্যায় নিমজ্জিত বিভিন্ন জাতি ও শ্রেণী পেশার এই নেত্রকোণা ধান উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখলেও আগাম বন্যা, বিভিন্ন প্রাকৃতিক সমস্যা, ও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের কৃষকরা পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি প্রশিক্ষণটি অধিক ধান উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
স্থানীয় কৃষক বাচ্চু তালুকদার জানান, আমরা স্বল্প শিক্ষিত মানুষ। ধান উৎপাদনের আধুনিক প্রযুক্তি আমাদের অজানা। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনেক কিছু শিখতে পেরেছি যা আমরা আমাদের ফসলের মাঠে প্রয়োগ করে অধিক ধান উৎপাদন করতে পারব।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ব্রি, নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক সহকারী আনোয়ার হোসেন মন্ডল, মেকানিক কাম অপারেটর রিংকু দফো, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর শেখ অলীয়ার রহমান সহ অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ ৪০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এরপর বিকেলে ব্রি ধান১০৩ চাষাবাদে উদ্ধুদ্ধকরণে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশ নেয় এবং এই ধানের বাম্পার ফলন হওয়ায় ভবিষ্যতে তারা এই অঞ্চলে ব্যাপক আকারে ব্রি ধান১০৩ চাষাবাদের আশা ব্যক্ত করেন।