মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ইকবাল হোসেনের ছুরিকাঘাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নে জামতলা এলাকায়।
নিহত আফজাল হোসেন হৃদয় জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন ও ছোট ভাই আফজাল হোসেন মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বুধবার সকালে বড় ভাই ইকবাল হোসেন ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে কপালে ও বুকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা আফজাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আফজাল হোসেনের স্ত্রী রুপা আক্তার জানান, তার স্বামী ও ভাসুরে মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি নিয়ে ভাসুর অসন্তুষ্ট ছিলো। সকালে ঘর থেকে বের হতেই তার স্বামীকে কুপিয়ে হত্যা করে ভাসুর ইকবাল। তার ছোট ছোট দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত