পূর্বধলায় আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোনার পূর্বধলায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে দলীয় কার্যলয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত, সাবেক ছাত্রলীগের সভাপতি কালাম তালুকদার, তরুণ আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান (মজিবর ) ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে কেক কাটা হয়।