পূর্বধলায় আ.লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. আইয়ূব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম তালুকদার টিপু, বঙ্গবন্ধু ফাউন্ডশন পূর্বধলা উপজেলা শাখা সভাপতি অধ্যাপক এমদাদুল হক বাবুল, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, লুৎফুর রহমান, উপজলা আ.লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।