পূর্বধলায় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্ধোধন
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথমবারের মত ইউএনও কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার (৬ মার্চ ) দুপুরে টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. খবিরুল আহসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাজনীন আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুর জাহান রিদান, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী ম্যাচে ছনধরা স্ট্রাইকার্স বনাম বৈশাখী ছাত্র সংঘ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্ট মোট ২৪ দল প্রতিযোগীতার করার কথা রয়েছে।