পূর্বধলায় ইঞ্জিনিয়ার তুহিন আহমেদ খানের নেত্বৃত্বে কর্মী সমাবেশ
আমিনুল ইসলাম মনিঃ
নেত্রকোনা পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহমেদ খানের নেত্বৃত্বে উপজেলার খলিশাউড় ইউনিয়নে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজারে সকল স্তরের নেতা কর্মীদের নিয়ে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত কর্মী সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনিছুর হকের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল আলম শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরুল আমিন খান পাঠান, খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবু তাহের খান,সাংগঠনিক সম্পাদক নাদেরুজ্জামান স্বপন,বিশকাকুনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল বাশার,খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন,হুগলা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম,ধলামূলগাও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাদেক মিয়া,যুবলীগ নেতা আবুল খান,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কর্মকান্ড তুলে ধরে আগামীতে আবারও আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় ৩ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।