মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটর সাইকেল) প্রতীকে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান নয়ন পেয়েছেন ৩৬ হাজার ০৮ ভোট।
হাজার ০৮ ভোট পেয়েছেন। উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুম আলম তালকদার টিপু আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৯৭ ভোট, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪শত ১২ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে হাফেজ মো: আব্দুল্লাহ আল আলী বই প্রতীকে ২৪ হাজার ৮৭০ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আর্শাদ মিয়া মাইক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮২৩ ভোট
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার হাঁস প্রতীকে ৩৫ হাজার ১৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধার সন্তান সাফিয়া খাতুন কলস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭০৬ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাতে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া নিরপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৭৪ হাজার ৭০৫জন। তার মধ্যে ১লাখ ৭৪ হাজার ৫৬জন মহিলা ও ১লাখ ৪০ হাজার ৬৪৮ জন পুরুষ ও একজন তৃতীয়লিঙ্গের ভোটার।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত