পূর্বধলায় ঋণের দায়ে ইলিয়াস’র জীবন বিসর্জন
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ইলিয়াস ফকির (৪০) নামের এক মুদি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের ভরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ইলিয়াস দুটি এনজিও এবং স্থানীয় বেশ কয়েকজনের কাছ থেকে ঋণের টাকা এনে দেনায় জর্জরিত হয়ে পড়েন। তার ২০ থেকে ২৫ লক্ষ টাকা ঋণ ছিল। যা মাসিক কিস্তিতে পরিশোধ করতে হতো। সে এই ঋণের টাকা পরিশোধ করতে না পেরেই বাড়ির পাশে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।