পূর্বধলায় এইচএসসি পরীক্ষায় একজনও পাস করেনি এই কলেজে
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে নেত্রকোনার পূর্বধালায় খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ১৯জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
রবিবার (২৬ নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ পর জানা যায়, ওই প্রতিষ্ঠানটি থেকে কোন শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি।
খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়টি শুরু থেকে ২০২২ পর্যন্ত পরীক্ষার্থীর পাশের হার শতকরা ষাট ভাগেরও বেশি ছিল। এইচএসসি পরীক্ষায় পাশের হারের তুলনায় ২০১১ ও ২০১২ সালে উপজেলায় প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়। হঠাৎ করেই প্রতিষ্ঠানটির এমন ফলাফলে হতবাক অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. আবুল খায়ের বলেন, কেন পরীক্ষার্থীরা কৃতকার্য হতে পারেনি কোথাও ভুল হয়েছে কি না বিষয়টি আমরা দেখতেছি।
পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কেন এই ধরনের ফলাফল হল তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।