পূর্বধলায় এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যটিকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় এইচ কে বুদ্ধির মুক্তি পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দেশ সংস্কারে গ্রন্থাগার, ছাত্র জনতার অঙ্গীকার শ্লোগানে বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলার হিরণপুর এলাকায় শ্রীপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তরুণ প্রজন্মের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে বইমুখি করার আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও শিশু-কিশোরদের পাঠোপযোগি বই বিতরণ করা হয়।

পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহা. জহিরুল ইসলাম অসীম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি সদস্য মোঃ মুশারফ হোসেন, প্রবীণ শিক্ষাবিদ আব্দুল আজিজ তালুকদার, মসজিদের ইমাম মাসুম বিল্লাহ, পাঠাগারের সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম, রতন তালুকদার, পাঠক ও সদস্য সোহাগ মিয়া, রুবেল মিয়া, আবু ইউসুফ, রুহুল আমীন, আরিফুল ইসলাম, তাহমিদ কাওসার, আনিছুর রহমান জীবন, আবুল বাশার, বাদশা মিয়া, ইসলাম উদ্দিন, আঃ রাশিদ, আবুল কালাম, সবুজ তালুকদার, হাবুল মিয়া, বিল্লাল মিয়া, আবু সাইদ, শামছুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা পাঠাগারের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন বর্তমান জাগ্রত ছাত্রসমাজ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তরা চাইলেই এদেশটাকে রাঙিয়ে তুলতে পারে। কাজেই তাদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে এনে বই মুখি করতে এসব পাঠাগারে বিকল্প নেই। পরে শিশু ও কিশোর শিক্ষার্থীদের মধ্যে তাদের পাঠোপযোগি বই বিতরণ করা হয়।