পূর্বধলায় কন্দাল ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
২০২২-২৩ অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পূর্বধলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫০ জন কৃষক / কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। আজ (৫ সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে গত সোমবার থেকে ৫টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের আলু, মিষ্টি আলু, মুখী কচু, পানি কচু, লতি কচু, কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল আবাদের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নেত্রকোনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরণ) এম শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর, অতিরিক্ত কৃষি অফিসার নিপা বিশ্বাস।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর। এ সময় আরও উপস্থিতি ছিলেন , কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ আফরোজ মনি, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো: রুহুল আমিন প্রমুখ।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর তার বক্তব্যে বলেন, খাদ্য ঘাটতি পুরনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ধান উৎপাদনের পাশাপাশি কন্দাল ফসলের আবাদের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের বাড়ির আশে পাশে যে সকল অনাবাদি জমি রয়েছে সেগুলির মাঝে কন্দাল ফসল আবাদের মাধ্যমে আবাদের আওতায় আনতে হবে। এখানের প্রশিক্ষণলব্দ জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে প্রশিক্ষণকে সার্থক করতে তোলতে হবে। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ করা হয়।