পূর্বধলা সংবাদদাতা :
নেত্রকোণার পূর্বধলায় এক কিশোরীর ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) সকালে মিথিলা আক্তার (১৪) নামের এই কিশোরীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
মিথিলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা দক্ষিণ পাড়া গ্রামের মো. আব্দুল করিমের কন্যা। সে ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা যায়, সকালের খাওয়া-দাওয়া শেষে মিথিলার মা স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়তে চলে য়ায়।
পরে মিথিলা সকাল সাড়ে ১০টার দিকে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]