পূর্বধলায় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে ধারণ করে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পূর্বধলা উপজেলা কৃষক লীগ।
এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল ৩ টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার শহীদের সঞ্চালনায় সভাপতি মো. আইয়ুব আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মী ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।