পূর্বধলায় কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের শারদীয় দূর্গোৎসব পরিদর্শন
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
তিনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে যান এবং উপস্থিত লোকজন ও পূজারীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তিনি পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য লোকজনদের সাথে পুজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, আগিয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউপি চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কফিল উদ্দিন, বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর, যুবলীগ নেতা আকাইদুল ইসলাম রুমন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহদাত হোসেন, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি প্রমুখ।
পরিদর্শনকালে তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসব একটি সার্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক আওয়ামীলীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। আওয়ামীলীগের নেতাকর্মীরাও সতর্কতার সাথে আপনাদের পাশে আছে। সরকার প্রত্যেক মন্ডপের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, আমিও ব্যক্তিগত ভাবে সহায়তা করেছি। যেকোন সমস্যা দেখা দিলে তিনি আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতে আহবান জানান।