পূর্বধলায় ক্বওমী আলেমদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় ক্বওমী মাদ্রাসার আলেমদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৪ডিসেম্বর) সকাল ১১ টায় ইউএনও খবিরুল আহসান এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফ মাহমুদ এর সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়নের ক্বওমী মাদ্রাসার আলেমদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলেমগণ তাদের বক্তব্যে মাদ্রাসার বিভিন্ন অভিযোগ, প্রত্যাশা ও ক্বওমী মাদ্রাসার প্রতি আরও সুদৃষ্টি প্রদানের অনুরোধ জানান।

ইউএনও তার বক্তব্যে আলেমগণকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মাদ্রাসা সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বাল্য বিবাহ প্রতিরোধে আলেমদের সোচ্চার হওয়া, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানো, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রচারণা চালানোর জন্য আহ্বান জানান। তাৎক্ষণিক তিনি বিভিন্ন মাদ্রাসায় কম্বল প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।