পূর্বধলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
মহান মুক্তিযোদ্ধে বীর শহীদ ও ২৫ মার্চ কালরাতে গণহত্যায় জীবন উৎসর্গকারী শহীদদের সম্মানে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (২৫মার্চ) গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সভাপতিত্বে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান সবুজে’র উপস্থাপনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন, পূর্বধলা থানার ওসি তদন্ত মিন্টু দে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহিদ ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমীর মাহফুজুল প্রমূখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনে’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।