মোঃ আমিনুল ইসলাম মন্ডল:
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা হল রুমে বিভিন্ন এলাকার মৎস্য খামারি ও মৎসজিবীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আকন্দ।
বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এম. এ আউয়াল তালুকদার, বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন খান বকুল প্রমুখ।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত