পূর্বধলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই শ্লোগানে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪।

এ উপলক্ষে (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খবিরুল আহসান’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মো. আইয়ুব আলী, মো. নিজাম উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদ আলম,পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুলসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।

আলোচনা সভায় স্থানীয় সরকারের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।