পূর্বধলায় জামায়াতের বিশাল কর্মী সমাবেশ

প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে পূর্বধলা হোছাইনীয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে দলটির পূর্বধলা উপজেলা শাখা।

জামায়াতের উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য  মঞ্জুুরুল ইসলাম  ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির অধ্যাপক ছাদেক আহমদ হারিছ, জেলা জামায়াতের এ্সিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ নজরুল ইসলাম, প্রিন্সিপাল আবু রায়হান ফকির, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ হাফিজ উদ্দিন, ধলা মুলগাঁও ইউনিয়ন জামায়েতের সভাপতি এমদাদুল হক, জামায়াত নেতা মাওঃ শহিদুল ইসলাম, মঞ্জুরুল হক, তাজুল ইসলাম বাবুল, এমদাদুল হক বাচ্ছু, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।

এ সময় জামায়াতে নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের মধ্যে দিয়ে দেশ আজ রাহুমুক্ত হয়েছে। আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। আগামীতে দলীয়  সংগঠনিক কার্যক্রম  আরো মজবুত করার লক্ষে কাজ করতে হবে। সমাজে শান্তি ও শৃংখলা বজায় রাখতে প্রশাসনকে সার্বিক সহযেগিতা করতে হবে।  অমুসলিম ভাইবোনদের নিরাপত্তা নিশিচত করতে তাদের পাশে দাড়াতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও যেকোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকেছে। বর্তমানে বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তহবিল গঠনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।