পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল আলী (৫৫) নামক এক ব্যক্তির নিহতের ঘটনা ঘটেছে। নিহত আব্দুল আলীর পৈতৃক বাড়ি পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাচিয়াকান্দা গ্রামে হলেও তিনি জারিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া ইউনিয়নের পূর্ববুধি এলাকার ১২নং ব্রীজের উপরে ঘটনাটি ঘটেছে।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বেলা ১২টা ৫০ মিনিটের দিকে জারিয়া থেকে ঢাকাগামী ৪৯নং বলাকা কমিউটার আপ ট্রেনের নিচে কাটা পড়ে ঐ ব্যক্তি মারা গেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি উক্ত রেলপথের পূর্ববুধি এলাকার ১২নং ব্রীজের উপরে উঠলে ঐ ব্যক্তি ট্রেনের নিচে শুয়ে পড়েন। নিহত ব্যাক্তির সাথের ব্যাগে পাঞ্জাবি ও গামছা ছিলো। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

শ্যামগঞ্জ রেলওয়ে ফাঁড়ির এসআই মোস্তাফিজ জানান, আত্নহত্যার খবর পেয়েছি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।