পূর্বধলায় ডা. ওয়াহিদুর রহমান ছোটনকে সংবর্ধনা

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় “বন্ধু ফোরাম তারুণ্য’র” আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান ছোটন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মচিমহা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সারোয়ার জাহান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিতজন ডা. ওয়াহিদুর রহমান ছোটন।

এসময় উপস্থিত ছিলেন নিউটন চন্দ্র সরকার, সৈয়দ হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, ফারুক আহমেদ, পলাশ চন্দ্র সরকার, সাইফুল ইসলাম, নীল রতন সাহা রায়, পরিমল চন্দ্র, বেনজির আহমেদ, ধীরেন দে, রিয়েল সহ বন্ধু ফোরাম তারুণ্য’র সকল সদস্য বৃন্দ।