পূর্বধলায় দুদিনব্যাপী বিজ্ঞানমেলা
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুদিনব্যাপী বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্যপ্রযুক্তির মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩০জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন।
ওই মেলায় স্হানীয় বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞান প্রযুক্তির নানা বিষয়ের প্রদর্শনীর স্টল নিয়ে বসেছে। উদ্ধোধন শেষে অতিথিরা ওই স্টল পরিদর্শন করেন।পরে ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই বিষয়ক মূল প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী সাদিকুর জাহান রিদান, পূর্বধলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার বর্মন প্রমুখ ।