পূর্বধলায় নবাগত ইউএনও কে বরণ ও বিদায়ী ইউএনও কে সংবর্ধনা
মোঃ আমিনুল ইসলাম মন্ডল:
নেত্রকোনার পূর্বধলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসানকে বরণ ও বিদায়ী ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ নভেম্বর (বুধবার) বিকালে অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
অফিসার্স ক্লাবের সভাপতি মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. শাহীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এ আওয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিসুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল হক, উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার তরুলতা সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার জোবায়ের আল মাহমুদ, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) প্রকৌশল গোলাম মর্তুজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তাফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহ অন্যেরা ।
এসময় অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।