পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় আজ শুক্রবার নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ, প্রশিক্ষনের সনদ-ভাতা বিতরণ ও গাছের চারা বিতরণ ইত্যাদি।
উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিন্টু দে, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য মো: হাবিবুর রহমান, সমন্বয়ক ইউসুফ খান ফুয়াদ, যুব সদস্য নূর মোহাম্মদ, আফিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও যুব সদস্য ইরিনা জাহান প্রীতি।