পূর্বধলায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
“এসো হে বৈশাখ, এসো হে… মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” শ্লোগানে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাবাডি খেলা সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণের আয়োজন করা হয়।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় বর্ষবরণ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক মঙ্গল শুভযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা, বিভিন্ন শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুম হাওলাদার, পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম মোর্তজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী -বেসরকারী বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।