পূর্বধলায় পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ত্রি-মোহনী হতে ধলাই নদীর পুনঃখননকৃত কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৮০টি উন্নয়ন প্রকল্প, পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী-খাল ও নতুন অনুমোদিত ২০টি প্রকল্পের উদ্বোধন করেন।
পূর্বধলা উপজেলা পরিষদ হল রুমে বড় পর্দায় প্রদর্শিত ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতনা সুমি, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সোহাগ ফকির, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, পাউবির কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।