পূর্বধলায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক-৫

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা (শ্যামগঞ্জ) এলাকায় পুলিশের পিকাপ ভ্যান ভাংচুর ও ভ্যান থেকে লুট হওয়া ১০ টি অস্ত্রের মধ্যে বাকী দুটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।

অভিযানে ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। এ সময় অস্ত্র লুটে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলায় দায়িত্বরত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল।

ওই অস্ত্র লুটের সঙ্গে জড়িত সন্দেহে আটকৃতরা হলেন – জেলার পূর্বধলা উপজেলার জামাইকোণা গ্রামের মৃত হাজী তালেব আলী সরকারের ছেলে মো. আতাউর রহমান (৩৯), জালশুকা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩), গোহালাকান্দা গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাব্বির হোসেন খান (১৮), মো. আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম (২৫), এবং ময়মনংসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের ছোটন সরকারের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস (২৬)।

এর আগে ৭ অস্ত্র ও একটি অস্ত্রের অংশ বিশেষ উদ্ধার হলেও বাকী দুটি অস্ত্রের মধ্যে একটি শনিবার সোয়াই নদী থেকে পুলিশ ও শুক্রবার জালশুকা কুমুদগঞ্জ জামে মসজিদের এক কোনায় শপিং ব্যাগে থাকা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।