পূর্বধলায় পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডল: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে রাজধানী ঢাকা শহরে নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ সরকারের সোলজার ; প্রশাসনিক দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পূর্বধলা উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বীর মুক্তিযোদ্ধা র সন্তান মোহাম্মদ রাশিদুল ইসলাম, নেত্রকোনা জেলার আওয়ামীলীগ সদস্য ও পূর্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সন্তান কমান্ড নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুক, জেলা শাখার সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ, হাবিব খান মুক্তি, মুক্তিযোদ্ধা সন্তান জাহিদ হাসান সাকিন, ঘাতক দালাল নির্মূল কমিটি পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান মাসুম ইবনে আইয়ুব তুষার, কাইকোবাদ খোকন , আতিকুর রহমান উজ্জ্বল, নজরুল ইসলাম মন্ডল মনি, আবু হানিফ, খাইরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম তালুকদার, বুটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, বিষকাকুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্রনেতা আকাইদুল ইসলাম, মুকুল কায়সার আকন্দ, মাহবুব আলম কাজল, আনিসুর রহমান মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সন্তান পারভেজ আহমদ রিপন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ ।

এ সময় বক্তারা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে জোড় দাবি জানান।