পূর্বধলায় পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে’র উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক-কৃষাণী’র অংশগ্রহণে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ২ দিনব্যাপী পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার বিষয়ক প্রশিক্ষণ আজ (৩১ আগস্ট) বৃহস্পতিবার শেষ হয়েছে।
২দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবির, প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিপা বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ আফরোজ মনি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সবুজ।
উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর উক্তি দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় কৃষক কৃষাণী, সাংবাদিক সহ অন্যেরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সকল কৃষক কৃষাণীদে’র মাঝে বরবটি, ধনিয়া, মরিচ, চাল কুমড়া’র বীজ প্রদান করা হয়েছে।