পূর্বধলায় প্রায় ৫০ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

পূর্বধলা সংবাদদাতা :
নেত্রকোনার পূর্বধলায় ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপিসহ আবুল হাসেম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। আটক হাসেম জেলার কলমাকান্দা থানার কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল মুন্সির ছেলে।
এই ঘটনায় সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩ টায় পূর্বধলা থানায় একটি প্রেস কনফারেন্সে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন, আবুল হাসেম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় রুপির ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জালশুকা মোড় থেকে তাকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৯ হাজার ৮শ ৮০টি ভারতীর ৫শ’ রুপী নোট উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৬৩ লক্ষ ২৩হাজার ২শত টাকা। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।