পূর্বধলায় ফেনসিডিল সহ যুবক আটক

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় ফেনসিডিল সহ হক মিয়া ওরফে জাকির (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

আটককৃত হক মিয়া ওরফে জাকির নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা গ্রামের আঃ মোতালেব এর ছেলে।

আজ সোমবার দুপুর আড়াইটায় উপজেলার ছোট ইলাশপুর চৌরাস্তার দক্ষিণ পাশে জুয়েল মিয়ার দোকান এর সামনে থেকে ২৮ পিস ফেনসিডিলসহ তাকে আটক করে থানা পুলিশ।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সারোয়ার জাহান ও আল আমিন ২৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।