পূর্বধলায় বসতবাড়িতে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলালঃ
নেত্রকোনার পূর্বধলায় এক নিরিহ পরিবারের বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মালামাল লুটপাট এবং প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলনে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের সাইদুলের স্ত্রী।

এ সময় তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে তারই ভাসুর এনামুল (৪০), মোজাম্মেল (৪৫), আইনুল হক (৫০), ইজাজুল (৩০), আরিফুল (২৫), তকদীর (৪০), চম্পা (৪০) এবং ঝুমা (৩৯) নিকটাত্মীয়, পূর্ব থেকেই তাদের পরিবারকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে আসছে। গত ২৬ অক্টোবর উল্লিখিত ব্যক্তিরা রোজিনা আক্তারের বসতবাড়িতে হামলা চালিয়ে পূর্বে কেনা ইট, নগদ ২৫,০০০ টাকা, ফ্যান, গ্যাস সিলিন্ডার সেট, ঘরে থাকা চাল, খাটসহ আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার মালামাল জোর করে নিয়ে যান।

এই বিষয়ে রোজিনা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। এছাড়া তিনি তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল, ক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক সংলাপ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দী উপজেলা প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম, দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ জজ, রুপালি বাংলাদেশ জেলা প্রতিনিধি সুমন রাহাত, আজকের বসুন্ধরা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, একুশে নিউজ প্রতিনিধি ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরান, মানবজমিন প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্ছু, সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।