পূর্বধলায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
নেজা ডেস্ক রিপোর্টঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ২০২৫) পূর্বধলা হোছাইনিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূর্বধলা উপজেলা শাখার আমির মাহফুজুল হক খান নয়ন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মোঃ রায়হান উদ্দিন ফকির।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, ইসলামী শিক্ষার গুরুত্ব ও সমাজে নৈতিকতা বিস্তারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের শেষাংশে সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়।