পূর্বধলায় বিএনপির মতবিনিময় সভা
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলালঃ
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুধীজনদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ধলামূলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান ইকবালের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম আনার, ইশতিয়াক আহম্মেদ বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, বিশকাকুনি ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান রনক প্রমূখ।
এছাড়াও পূর্বধলা উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।