পূর্বধলায় বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হলেন যারা
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল:
নেত্রকোণার পূর্বধলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা গত বুধবার শেষ হয়েছে। মেলার দ্বিতীয় দিনে অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সিনিয়র এবং জুনিয়র গ্রুপে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মেলার প্রথম দিনে আয়োজিত বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট তৈরি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পুর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল। দ্বিতীয় স্থান অধিকার করে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দল। তৃতীয় স্থান অধিকার করেছে আগিয়া উচ্চ বিদ্যালয় দল।
একই বিষয়ে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে পূর্বধলা সরকারি কলেজ দল, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ দল এবং তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ দল।
অলিম্পিয়াড প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোরসালিন ইমতিয়াজ নাফিউ, দ্বিতীয় স্থান অধিকার করেছে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন আল বায়েজিদ ও তৃতীয় স্থান অধিকার করেছে একই বিদ্যালয়ের শিার্থী তাসমীম জাহান ইকরা।
অলিম্পিয়াড প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ সিয়াম ইশতিয়াক, দ্বিতীয় স্থান অধিকার করেছে একই কলেজের শিক্ষার্থী ফাইজা হক সুমু, তৃতীয় স্থান অধিকার করেছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সোহানুজ্জামান ইমন।
জুনিয়র গ্রুপে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় দল। দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্বধলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল। তৃতীয় স্থান অধিকার করেছেন ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দল।
কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে পূর্বধলা সরকারি কলেজ দল, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ দল, তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ দল। বিজয়ীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক। একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ মাসুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: বদরুজ্জামান, পূর্বধলা প্রেসকাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এর আগে গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়। মেলায় ১৮টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রদর্শন করে।