পূর্বধলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় আজ সোমবার (৩০অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার এর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ আফরোজ মনি, উপজেলার বিভিন্ন কৃষক-কৃষাণী, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবীর জানান, উপজেলার মোট ৩৪ শত ৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ২৮ শত কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি, ৩৫০ জন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১৩০ জন কৃষকের মাঝে ভূট্টা বীজ ২ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৭০ জন কৃষকের মাঝে সূর্যমুখী বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে চীনাবাদাম বীজ ১০ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে মুগ বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার ও ২০ জন কৃষকের মাঝে মসুর বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।